• ঢাকা
  • ০৬ অক্টোবর ২০১২,রবিবার
  • আপডেট ৫ মিনিট আগে
শিরোনাম :
বাঘার রুস্তমপুরে ঠিকাদারের গড়িমসিতে সাপ্লাই পানির পাম্পের কাজ স্থগিত সংকটে ভুগছে সাধারণ মানুষ * ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে বাঘার আশিকের মৃত্যু! * উপকূল এলাকায় সুপেয় পানির হা- হা কার দৈনিক দশ হাজার লিটার সুপেয় পানি বিতরন করছে মিনহা ফাউন্ডেশন * রাজশাহীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে গ্লুকোজ বিতরণ * আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস * মামুনুল হক জামিনে মুক্তি পেলেন * ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আইজেএফ’এর বিবৃতি * কদমতলীতে দফায় দফায় হামলা সংঘর্ষ * বঙ্গবন্ধু পেশাজীবী লীগের উদ্যোগে পিঠা উৎসব উদযাপন * রাজশাহীর কেশরহাটে ভ্রাম্যমান আদালতে নিলামে বিক্রি ৫ টন চাল! * বাঘায় ফেন্সিডিল সহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার। * দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংরক্ষিত নারী আসনে দৌড়ঝাপ * পার্বতীপুরে জমি সংক্রান্ত জেরে সংঘর্ষে আহত তিন * ধর্ষণ মামলায় আট বছরের জেল হয়েছে নেপাল জাতীয় দলের স্পিনার সন্দীপ লামিচানের * বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা * আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। * দিনাজপুরে ফুলবাড়ীতে মালবাহী ট্রাকের চাপায় মমিনুল নামে এক মোটরবাইক চালক নিহত * নৌকার পালে উন্নয়নের হাওয়া লেগেছে আলহাজ্ব শাহরিয়ার আলম * দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাজীবীদের করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত * দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফুলবাড়ীতে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত * বাংলাদেশ থেকে ১৫ বছরে বিরানব্বই হাজার কোটি টাকা লোপাট সিপিডি * তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের আগুন * ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের ‘ঈগল’ প্রতীক * আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মুরাদ হাসান * পেশাজীবী লীগের মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন * শহীদ বুদ্ধিজীবীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ * রাজধানীর যাএাবাড়ীতে ট্রাক চাপায় এক পুলিশ সদস্য নিহত * ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত * গাবুরায় আশ্রয়কেন্দ্র ব্যাবস্থাপনা শীর্ষক ওরিয়েন্টেশন * গাবুরায় আশ্রয়কেন্দ্র ব্যাবস্থাপনা শীর্ষক ওরিয়েন্টেশন * রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুরের বিরুদ্ধে শ্লীলতাহানি'র অভিযোগ * বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন। * চরফ্যাসনে উদ্যোক্তার নতুন পণ্যের মোড়ক উন্মোচন * ইলিয়াস উদ্দিন মোল্লাহকে বঙ্গবন্ধু পেশাজীবী লীগের ফুলেল শুভেচ্ছা * আজ সকালে ৫.৬ ভুমিকম্প অনুভূত * ঢাকা জজ কোর্টে ককটেল বিস্ফোরণের মামলায় আসামির ১৬৪ দ্বারা জবানবন্দী প্রদান * মির্জা আব্বাসের মামলার রায় আজ * মির্জা আব্বাসের মামলার রায় আজ * সতের দিন টেনেলে আটকেপড়া থেকে ৪১ শ্রমিক উদ্ধার * কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এর নেতৃত্বে অবরোধের সমর্থনে মিছিল হয়েছে। * ফুলবাড়ীতে ব্যারিস্টার সুমন একাডেমীর বনাম বীর মুক্তিযোদ্ধা একাডেমি খেলা দেখতে দর্শক-ভক্তদের ভিড় * বঙ্গবন্ধু পেশাজীবী লীগের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন * বঙ্গবন্ধু পেশাজীবী লীগের উদ্যোগে জেলহত্যা দিবসের সেমিনার অনুষ্ঠিত। * বিরল প্রজাতির একটি গাছ এতে একবার ফুল ফুটতে সময় লাগে ২০ বছর বা তারও বেশি সময় * মিরপুর জোনের এডিসি মাসুক মিয়ার বিচক্ষণতায় গ্রেফতার হলেন একজন ভূয়া সরকারী কর্মকর্তা। * অবশেষে নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করলেন * বাংলাদেশে অবাধ ও সুষ্ঠ নির্বাচন করতে হাল ছাড়ছেনা মার্কিন যুক্তরাষ্ট্র * দোয়ারাবাজারে আমন ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা * দুই একদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষনা হবে বললেন, শেখ হাসিনা * বিএনপির পর আবারো পঞ্চম দফায় হরতালের ঢাক দিলেন জামায়েতে ইসলামী। * দিনাজপুর হাজী দ্বানেশ) (হাবিপ্রবির) ছাএাবাসে এক ছাএের মরদেহ উদ্ধার * পটুয়াখালীর দশমিনা উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। * শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য বিষেশ মেট্রোরেলের ব্যবস্হা * গিনেজ বুকে নাম উঠাতে যাচ্ছে দিনাজপুরের এক শিক্ষার্থী! * পাবনা ঈশ্বরদীতে মোটর সাইকেল ও করিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত দুইজন * রাজধানীর বাংলা মটরে বাসে আগুন * রাজধানীর বাংলা মটরে বাসে আগুন * বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসুরু চৌধুরী ও নাসির উদ্দীনের ৭ দিনে রিমান্ড মঞ্জুর * বিএনপি ও সমমনা দলের অবরোধ কর্মসূচী চলছে *
নোটিস:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিবন্ধনের আবেদনকৃত জাতীয় দৈনিক নাগরিক কন্ঠ বর্তমানে অন-লাইন ভার্ষনে প্রচারিত হচ্ছে। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য আজ-ই যোগাযোগ করুন-০১৮১৪৯৯০৫৪৬ .

কদমতলীতে দফায় দফায় হামলা সংঘর্ষ

কদমতলীতে দফায় দফায় হামলা সংঘর্ষ


স্টাফ করেসপন্ডেন্ট  : রাজধানীর কদমতলী থানার শ্যামপুর এলাকায় মদ্যপ সেলিম-পারুল-মনছুর-জনি সিন্ডিকেটের হামলায় প্রাণে  বেঁচে যাওয়া সাখাওয়াতের জন্য বিক্ষুব্ধ জনতার প্রতিবাদ মিছিলে পুন: হামলার ঘটনায় আহত সেলিমের মৃত্যু নিয়ে পাল্টা মামলা এবং এলাকায় মাদক বিক্রয় ও সন্ত্রাসী কার্যকলাপ বজায় রাখার নতুন নীল নঁকশার গুরুতরো খবর পাওয়া গেছে। যেকোন  সময় আরেটি অনভিপ্রেত ঘটনার আশংকায় ভুগছে শ্যামপুর এলাকাবাসী।

সংশ্লিষ্ট কদমতলী থানায় ভূক্তভোগী গোলজার হোসেনের দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ০৩ এপ্রিল ২০২৪ইং রাত ৯টার দিকে তার কনিষ্ঠভ্রাতা সাখাওয়াত হোসেন(৫০) ব্যবসায়িক টাকা লেনদেন ও ঔষদ কেনার উদ্দেশ্যে প্রতিবেশী কাজী ফয়সাল মাসুমসহ  শ্যামপুর হাইস্কুল সংলগ্ন রিফাত ফার্মেসীতে যান। এ সময় পূর্ব থেকে অনুসরণ করতে থাকা নতুন শ্যামপুরস্থ ১০০ নং বাসার সেলিমের স্ত্রী ও পুত্র যথাক্রমে পারুল বেগম(৫২) ও ফয়জুল  হোসেন জনি, মুসা (২২), মৃত হোসেন আলীর পুত্র মনছুর আহমেদ(৫০)সহ আরো কয়েকজন ফার্মেসীর কাছে তাদের গতিরোধ করে। উস্কানী মূলক গালিগালাজের সাথে  সাথে তাদের উপর হামলে পড়ে। সাখাওয়াত হোসেন তাদের কিলঘুষিতে রাস্তায় পড়ে যান। ফয়জুলের চাপাতির আঘাতে মাথায় মারাত্মক জখম হন। সাখাওয়াত হোসেন প্রাণে বাঁচতে তার  আঘাত প্রতিরোধের সময় তার বাম হাতের ৪টি আঙ্গুলও জখম হয়। সন্ত্রাসীরা এ সময় লাখ টাকামূল্যের স্বর্নের চেইন ও ব্যবসার ২  লাখ টাকা ছিনতাই করে। সাথে থাকা প্রতিবেশীকেও টেনে হিঁচড়ে শার্ট ছিঁড়ে মারধর করে। শরীরের নানান স্থানে রক্তাক্ত জখম হওয়া সাখাওয়াতের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বেগতিক দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে গুলজার হোসেন দ্রুত সাখাওয়াতকে  চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। 

 এদিকে একাধিক সূত্র জানিয়েছে, কুখ্যাত মদ্যপ এবং নানান অপরাধের হোতা হিসেবে পরিচিত মদুট্টি সেলিম ওরফে জুয়ারু সেলিম ওরফে সেলিমের স্ত্রী পারুল, শ্যালক মনছুর, পুত্র ফয়জুল হোসেন জনির নেতৃত্বে সাখাওয়াতের উপর হামলার  খবরে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দীর্ঘদিন যাবত সেলিম ও তার সাঙ্গপাঙ্গদের  দ্বারা ক্ষতিগ্রস্থ অনেকেই এ খবরে ফুঁসে উঠেন। ফলে এলাকাবাসী, গোলজারের আত্মীয়-স্বজন ও ক্ষতিগ্রস্থরা রাস্তায় নেমে প্রতিবাদ করতে থাকে। এ সময় সেলিম তার স্ত্রী, পুত্র ফয়জুল শ্যালক মনছুরসহ তার সিন্ডিকেটের লোকজন নিয়ে বিনা উস্কানিতে প্রতিবাদ কারীদের  উপর আক্রমন  শুরু করে। প্রাপ্ত ভিডিও ফুটেজেও সেলিম কর্তৃক সবার আগে আঘাত করার ঘটনার সত্যতা মিলেছে। তীব্র বচসা আর হাতহাতির মাঝে নিজের লোকজনের আঘাতেই মদ্যপ অবস্থায় থাকা টালমাটাল সেলিম আহত হয়। পুরো ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে আহত সেলিমকে হাসপাতালে পাঠিয়ে তদীয় স্ত্রী পারুল বেগমকে বাদী করে থানায় একটি  অভিযোগ দায়ের করে।  অত্যন্ত ধূর্ত প্রকৃতির সেলিম ও পারুল মনছুর তাদের অবৈধ প্রভাব  খাটিয়ে শাখাওয়াত  হোসেনের গুরুতরো  জখম হওয়ার ঘটনার মামলার আগেভাগে তাদের অভিযোগটি দায়ের করে। অন্যদিকে নানান চড়াই-উৎরাই  পেরিয়ে ঘটনার ৩দিন পর অর্থাৎ গোলজার হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরে সক্ষম হন।

ভূক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা মেডিকেলে ভর্তি হলেও  কোন অজ্ঞাত কারণে ০৯-০৪-২০২৪ইং  সেলিম হাসপাতাল থেকে পলাতক হয়ে যায়। অত:পর অসুস্থতা বেড়ে গেলে সেলিমকে গোপনে স্থানীয় পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে মৃত্যুবরণ করে। পোস্টমর্টেমসহ আনুসঙ্গিক রিপোর্ট আসার আগেই গোটা পরিস্থিতিকে পুঁজি করে সেলিমের শ্যালক, পুত্র ও স্ত্রী ভয়ংকর এক খেলায় মেতে উঠেছে। জামিনে থাকা স্বত্বেও এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে কুখ্যাত জনি, মনছুর-ফয়জুল-পারুল গং কর্তৃক কলাপসিবল গেট এবং কয়েক দফায় সিসিটিভি ক্যামেরা ভাংচুর করা হয়েছে। নানানভাবে প্রতিপক্ষকে হুমকী ধামকি  অব্যাহত রেখেছে। এদিকে গত ২১-০৪-২০২৪ইং সাখাওয়াত পরিবারের সদস্য মাসুমের  স্ত্রী ও  শ্বশুড়িদের ১নং জনি (৪০) পিতা: সেলিম মিয়া,২নং মুসা (২২) পিতা অজ্ঞাত, ৩নং মনছুর (৫০) অজ্ঞাত তারা সংঘটিত হয়ে হাইস্কুল রোড দ্বয় বাসায় এসে মারধর করে এবং ভয়ভীতি হুমকি অনরবত দিয়ে যাচ্ছে। এ ব্যপারে তাদের বিরুদ্ধে ২২-০৪-২০২৪ইং তারিখে কদমতলি থানায় একটি জিডি করে খাদিজা, যাহার নং  -১২৬৬

এদিকে সেলিম সম্পর্কে জানতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। একাধিক সূত্র জানিয়েছে- জীবনের প্রথম দিকে ডাকাতির সাথে জড়িত সেলিম পোস্তাগোলাস্থ রাজাবাড়ি এলাকায় থাকাকালীন চুরির দায়ে তাকে এলাকা ছাড়তে হয়। তার শ্যালক মনছুর ও আরেক খালাত শ্যালকের সন্ত্রাসী গ্যাংয়ের তান্ডবে এলাকাবাসী ভীতসন্ত্রস্থ থাকতো।  ১৯৯৬ সালে অপারেশন ক্লিহার্টের হাতে এরেষ্ট হয় সেলিম। এ  মর্মে শ্যামপুর থানায় মামলা হয়। অন্যদিক জনৈক ফুলতারা বিবি মদ্যপ সেলিমের  জীবন নাশের হুমকীতে শ্যামপুর থানায় ৮৪, ১৫/৩/২০০৩ জিডি করেন। ফুলতারা বিবির পুত্রকে মারধরের  মামলা নং ২২, তারিখ১৬/৩/২০০৩ রয়েছে সেলিমের  বিরুদ্ধে। ২০০৪ সালে তৎকালীন পঞ্চায়েত কমিটির কাছে স্ট্যাম্পে লিখিত অঙ্গীকার করা সেলিমের শ্যালক মনসুরের বিরুদ্ধে শামপুর থানায় ৩১(২২-৪-২০০৪) এবং ০২(০২-০৫-২০০৪) মর্মে ২ টি হত্যা মামলা রয়েছে। চাঁদাবাজি ও বাসায় অনুপ্রবেশ করে গুরুতরো জখমের দায়ে জনৈক আবুল কাশেম সেলিমের বিরুদ্ধে শ্যামপুর থানায় মামলা দায়ের করেন যার নাম্বার-২৪,  তারিখ- ১৭-০৫-২০০৪, সেলিমের সেকেন্ড ইন কমান্ড হিসেবে থাকা মনছুর এর বিরুদ্ধে বেশ কয়েকটি জিডি রয়েছে। জনৈক নুরজাহানের জিডি নং- ৭৯৯, তাং-১৭-২-২০০৪, দুলাল কর্তৃক জিডি নং- ১৫১৯,তাং- ২৯-০১-২০০৪, মো: হাসান আলী কর্তৃক জিডি নং- ৮৪১, তাং- ১৭-৩-২০০৪।

সুত্রটি আরো জানায়, গত ৭-১০-২০২৩ইং ঢাকা সিটি কর্পোরেশনের ৫৮ নং ওয়ার্ড কমিশনার, ভারপ্রাপ্ত পুলিশ কমিশনারসহ কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সমন্বয়ে আয়োজিত মতবিনিময় সভায় এলাকার চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী মাদকসেবী ও কিশোর গ্যাং এর পৃষ্টপোষকতাকারী মো: সেলিম, তার শ্যালক মনছুর, সেলিমের পুত্র জনি, মুছাসহ বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। 

উল্লেখ্য সন্ত্রাসীদের  নাম উল্লেখ করায় আহত সাখাওয়াত হোসেনকে মেরে ফেলার হুমকী প্রদানকারী অডিও  রেকর্ডও রয়েছে। এ মর্মে জিডি নং- ৫০২,  তাং- ৮-১০-২০২৩ইং, সন্ত্রাসীদের নাম উল্লেখ করায় এলোপাথারি মারধরের ঘটনায় মামলা নং- ২০, তাং- ১০-৩-২০২৪ইং। অত্র মামলার স্বাক্ষীকে মসজিদে হুমকী  ও আহত করার ঘটনায় জিডি নং- ১৮১৬, তাং- ২৭-৩-২০২৪ইং। 

উপরন্তু এলাকায় শান্তি  শৃংখ্যলা বজায় রাখতে এলাকাবাসী জেলা ম্যাজিষ্ট্রেট বরাবর  একটি পত্রের মাধ্যমে আলোচ্য সন্ত্রাসী, মাদক বিক্রেতা মাদকসেবী সেলিম-মনছুর গংদের বিরুদ্ধে পত্রের মাধ্যমে অবহিত করেছেন। 

 এলাকাবাসী ও ভূক্তভোগীরা জানান, মদ্যপ সেলিমের মৃত্যুর পর তার স্ত্রী পারুল,  পুত্র জনি এবং শ্যালক মনছুর গোটা মাদক ব্যবসার পরিচালনার দায়িত্বে রয়েছেন। সেলিমের মৃত্যুকে কেন্দ্র করে গোটা এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। 

প্রশ্ন উঠেছে বছরের পর বছর মাদক ব্যবসা, চাঁদাবাজীসহ নানান সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রাখা সেলিম-পারুল-মনছুর-জনি গংদের শক্তির উৎস কোথায়? কে তাদের মদদ দিচ্ছে? মামলায় নিজেকে আহত দেখানো সেলিম ঢাকা মেডিকেল থেকে পলায়ন করল কেন? মদ্যপ সেলিম স্থানীয়  পপুলার হাসপাতালে ভর্তি হলো কেন?  সেলিমের মৃত্যুকে কেন্দ্র করে পারুল-মনছুর-জনি গং তার দায় প্রতিপক্ষের উপর চাপিয়ে এলাকার  আধিপত্য বজার রাখার অপকৌশল কি আইনের আওতার বাইরেই থেকে যাবে না এলাকায় মাদক ব্যবসাসহ নানান সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত থাকবে? ভিডিও চিত্রে সেলিম এবং তার লোকজন আগে আক্রমন  করলেও কিভাবে   প্রতিপক্ষকে ঘায়েল করতে সবার আগে মামলা দায়ের করলো? সাখাওয়াতের ঘটনা আগে  ঘটেছে অথচ তার মামলা পরে নেয়া হলো কেন?  শান্তিপ্রিয়  এলাকাবাসী এসব চিহ্নিত সন্ত্রাসী-মাদক বিক্রেতার হাত থেকে কবে রেহাই পাবে?

সংশ্লিষ্ট বিশ্লেষক ও ওয়াকিবহাল মহলের মতে পরবর্তী যে কোন অনাকাংখিত ঘটনা এড়াতে সাখাওয়াত হামলা পরবর্তী সেলিমের উস্কানিমূলক হামলা এবং আত্মঘাতীভাবে সেলিমের আহত হয়ে মৃত্যুর সামগ্রিক ঘটনা পুলিশ প্রশাসন কর্তৃক নিরপেক্ষ তদন্ত করে পারুল-মনছুর-জনি গং এর মাদক বিক্রয় এবং সকল সন্ত্রাসমূলক কার্যকলাপ নির্মূল করে অবিলম্বে অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি সময়ের দাবী।